সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ- ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। তিনি বলেন, বিদ্যুৎতের আলোয় আলোকিত হবে প্রতিটি পরিবার। বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলে শুধু বিদ্যুতই নয়, সড়ক, সেতু, স্বাস্থ্য কমপ্লেক্সসহ নানা খাতে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বদলে দিচ্ছেন। হাওর আর পিছিয়ে নয়।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন উত্তর বংশী কুন্ডা ও দক্ষীণ বংশী কুন্ডা ইউনিয়নের ১৩টি গ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ- ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। শুক্রবার দুপুরে মহিষখলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উত্তর বংশী কুন্ডা ৪টি গ্রামের বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ভোধন করেন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, ইউপি সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, বিল্লাহ হোসেন, সাবেক চেয়ারম্যান আজগর আলী, দক্ষীণ বংশী কুন্ডা সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, আব্দুল মজিদ, জালাল উদ্দিন প্রমুখ।
অপরদিকে দক্ষীণ বংশীকুন্ডা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের বংশী কুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ৯টি গ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ভোধনী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ- ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল রোকনী, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ, মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুশ শহিদ আজাদ, আওয়ামীলীগ নেতা কুতুব উদ্দিন, ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ। এমপি রতন আরও বলেন, দুই ইউনিয়নে ১৩টি গ্রামে ১৪শত ৯৮টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ভোধন করা হয়েছে। এতে ৭ কোটি ৭০ লক্ষ, ৮৬ হাজার ৪ শত টাকা ব্যয় হয়েছে। বিদ্যুৎ অপচয় রুধ করুন সঠিক সময়ে বিল পরিশোধ করুন।