তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে মেসার্স হোসাইন এন্টারপ্রাইজের দোকান কর্মচারী কর্তৃক ৩লক্ষ, ৫০ হাজার টাকা আত্মসাতের মামলায় দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। সে উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়নের নাগরপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে হাজী রইছ উদ্দিনের মালিকানাধীন মেসার্স হোসাইন এন্টারপ্রাইজ নামের দোকান ম্যানেজার কাম কর্মচারী হিসেবে কাজ করতো জাকির। সেই সুবাদে জাকিরকে বিভিন্ন সময় নগদ টাকা দিয়ে ব্যাংকে পাঠানো হতো টিটি করার জন্য। গত ১০ অক্টোবর সকালে জাকিরকে মোটরসাইকেলসহ সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে সুনামগঞ্জ পাঠানো হয় টিটি করার জন্য। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও জাকিরের কোন খোঁজ না পাওয়ায় জাকিরের মোবাইল ফোনে কল দিলে সে টালবাহানা করে সময় ক্ষেপণ করে। পরে বিকেলে জাকিরের বাড়িতে গিয়ে খোঁজ নিলে জাকিরের বাবা মোস্তফা মিয়া জানায়, জাকির বাদাঘাট বাজারে আছে। এসময় হাজী রইছ উদ্দিনের ছেলে আতাউর রহমান তাকে বাজারে আনোয়ার হোসেনের দোকানের সামনে পেয়ে টিটি করেছে কিনা জানতে চাইলে সে বিভিন্ন কথা বলে। প্রথমে সে বলে টাকা খরচ করে ফেলেছি, আবার বলে টাকা হারিয়ে গেছে, ডাকাত নিয়ে গেছে, আবার কখনো বলে টাকা নেইনি। এসব করে টালবাহানা শুরু করে বেশ কয়েকদিন সময় ক্ষেপণ করে। পরে বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মিমাংসা করার জন্য সালিশে বসলে সালিশী ব্যাক্তিবর্গ টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়। পরে তাকে টাকা ও মোটরসাইকেল ফেরত দেয়ার কথা বললে সে এক সপ্তাহের সময় নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এঘটনায় গত ১০ অক্টোবর হোসাইন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী রইছ উদ্দিন বাদী হয়ে তাহিরপুর থানায় প্রতারক জাকিরকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জাকির বাড়ি এসেছে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এস আই মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার মধ্যরাতে জাকিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মেসার্স হোসাইন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী রইছ উদ্দিন বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন তাহেরপুর থানার মামলা নাম্বার ০৩, তারিখ ০৬/১৯ইং। গ্রেফতারকৃত জাকিরকে আজ বুধবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, জাকির ইতিপূর্বেও বাদাঘাট বাজারে একাধিক দোকানে কর্মচারী থাকাকালীন দোকানে চুরি করার দায়ে তাকে চাকরীচ্যুত করা হয়েছিল।