তাহিরপুর প্রতিনিধি::
১৭ নভেম্বর তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নির্ধারণ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। সম্মেলনকে সফল করতে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায়প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামি লীগ সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য অমল কান্তি কর, উপজেলা আওয়ামি লীগ সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, নুরুল আমিন, মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামি লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক স্বপন কুমার দাস, উপজেলা আওয়ামি লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কৃষি ও সমবায় সম্পাদক খেলু মিয়া,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,আওয়ামীলীগ নেতা আক্কাছ আলী।
বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তুষা মিয়া,উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল কালাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলু মিয়া,উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জুনাব আলী,যুগ্ম আহবায়ক সুজাত মিয়া,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা ,আসন্ন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সৎ যোগ্য ও ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়ন করার আহবান জানিয়ে কোন হাইব্রিড ও অনুপ্রবেশ কারীদের কমিটিতে স্থান না দেওয়ার দাবি জানান।