স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার তিনবারের টানা জননন্দিদ প্যৌও চেয়ারম্যান ও কবি কবি মমিনুল মউজদীনের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মরহুমের কবরে পুস্পস্থবক অর্পন করেছেন মমিনুল মউজদিন স্মৃতি সংসদ। শুক্রবার সকালে তারা সমাধীতে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করেন। পরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আব্দুল হাই মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়।
সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন শিক্ষাবিদ ধুর্জ্যটি কুমার বসু, হাছন রাজা ট্রাষ্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা, ক্রীড়া ব্যক্তিত্ব পারভেজ আহমদ, শিক্ষক আলী হায়দার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, বিশিষ্ট সমাজকর্মী দেওয়ান গণিউল সালাদিন, সাজাউর রাজা সুমন, জেলা পরিষদের সদস্য তারিক হাসান দাউদ, সাবেক ছাত্রনেতা সাজিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, সাংবাদিক ও আইনজীবী খলিল রহমান, বর্তমান কাউন্সিলর আহমদ নুর, সাংবাদিক আকরাম উদ্দিন, শিক্ষক মশিউর রহমান, সাংবাদিক এ আর জুয়েল, মাওলানা এমদাদুল হক, হোসেন আহমদ, মুমেন আহমেদ, জয়নাল আবেদিন প্রমুখ।
স্মরণসভায় মমিনুল মউজদীনের কবিতা পাঠ করেন সাজাউর রাজা সুমন, তাজকিরা হক তাজিন, দূর্বার সামিত আদিব, সুহানুর রহমান।
২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পথে বাক্ষ্রণবাড়িয়ায় মর্মান্তিকক সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী ও ছেলে কাহলিল জিবরান এবং ব্যক্তিগত গাড়ি চালক কবির মিয়া মারা যান। দুর্ঘটনায় আহত হন মমিনুল মউজদীনের বড় ছেলে ফিদেল নাহিয়ান। দেশে-বিদেশে দীর্ঘ চিকিৎসার পর তিনি সুুস্থ হয়ে ওঠেন।