জাকির হোসেন রাজু, বিশ্বম্ভরপুর::
প্রায় ৩ বছর পর আজ আগামীকাল শনিবার বিশ্বম্ভরপুর উপজেলা সেচ্চাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন নিয়ে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা স্মৃতিসৌধ ময়দানে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এদিকে পদ পেতে আগ্রহী নেতাকর্মীরা পদের জন্য জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দের কাছে তদবির শুরু করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পাওয়ার আশায় উপজেলার নেতারা জেলার নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন নানাভাবে। পদপ্রত্যাশীরা পোস্টার বিলবোর্ডের মাধ্যমেও দৃষ্টি কাড়ছেন।
জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। প্রধান বক্তা সেচ্চসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও পৌর মেয়র আয়ুব বখত জগলুল, জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সেচ্চাসেবক লীগের সদস্য জামিল আহমেদ, কামাল উদ্দিন আহমেদ, আব্দুল লতিফ নতুন, এডভোকেট বেলাল আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাস্টার, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন প্রমুখ নেতদৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
নেতাকর্মীরা জানিয়েছেন সম্মেলন উদ্বোধন করবেন সুনামগঞ্জ জেলা সেচ্চসেবক লীগের সভাপতি মোঃ সুয়েব চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
সম্মেলন প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে আহ্বায়ক আবু সাইদ তালুকদার, যুগ্ম আহব্বায়ক অলিমান তালুকদার, তৌফিকুল ইসলাম বলেন, আমরা সম্মেলন প্রস্তুতির সমূহ কাজ সম্পন্ন করেছি। উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মাধ্যমেই যোগ্য নেতারা বেরিয়ে আসবেন বলে তারা জানান।