স্টাফ রিপোর্টার::
বিগত ০৮/১১/২০১৯ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দিরে অনুষ্ঠিত শ্রীশ্রী তারকব্রহ্ম হরিণাম সংকীর্ত্তন উদযাপন পরিষদের সাধারণ সভায় অবঃ শিক্ষক যোগেশ্বর দাস মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ১৪২৬ বাংলা (২০২০ খ্রি.) ইং সনের ২৪ প্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য গঠিত ১০১ (একশত এক ) সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিঃ
সভাপতি- স্বপন দেব, সহ-সভাপতি চন্দন কুমার দাস, সিদ্ধার্থ এষ বলাই, কালু কর্মকার, বিধান দাস, ঝন্টু তালুকাদার, অরুন তালুকদার, সুমন সাহা, নারায়ন চক্রবর্ত্তী, সুজিত দেব, সেবরাজ মন্ডল, সাধারন সম্পাদক এড. অনুপ কুমার ধর, যুগ্ম- সাধারন সম্পাদক রাহুল দে (পাপলু), সহ- সাধারন সম্পাদক এড. অশোক গোস্বামী, সুকান্ত রায়, স্বপন সরকার, প্রসেনজিৎ নন্দী, সাংগঠনিক সম্পাদক এড. সৌরভ তালুকদার পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আশিষ দাস, অর্থ সম্পাদক নবেন্দু দাস, সহ-অর্থ সম্পাদক পরিমল তালুকদার, প্রচার সম্পাদক বিপ্লব তালুকদার, সহ-প্রচার সম্পাদক প্রাণগোপাল দত্ত, গৌতম দাস, দপ্তর সম্পাদক শ্রীকান্ত দেব রুপক, সহ-দপ্তর সম্পাদক অশিত তালুকদার, আপ্যায়ন সম্পাদক স্বপন দাস, সহ-আপ্যায়ন সম্পাদক বিজন রায়, পূজা সম্পাদক সুবিমল চক্রবর্ত্তী চন্দন, সহ-পূজা সম্পাদক রাজ গোবিন্দ চক্রবর্ত্তী, সাংস্কৃতিক সম্পাদক অণিশ তালুকদার বাপ্পু, সহ-সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ, মহিলা সম্পাদক কলি তালুকদার আরতি, সহ-মহিলা সম্পাদক সীমা খাসনবীশ।
নির্বাহী সদস্য (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)ঃ বিমল বণিক, সিতাংশু এষ চৌধুরী চিনু, রঞ্জু পাল, অজয় কান্তি তাং দুলন, কৃষ্ণ রায়, চঞ্চল কুমার লৌহ, শিশির তালুকদার, শান্ত আচার্য্য গোষ্ঠ, বিভাস দেব, বাবলু চৌধুরী, বিপ্রেশ রায় বাপ্পী, এড. পংকজ তালুকদার, লিটন দেব, এড. সবেন্দ্র দেবনাথ বিপ্লব, এড. তনয় চক্রবর্ত্তী, শংকর বণিক, এড. সবিতা চক্রবর্ত্তী, শিলা বসু, রূপালী এষ, নিলেন্দু কর্মকার চন্দন, সুশেন পাল, চন্দন প্রসাদ রায়, মঙ্গল রায়, গণেশ রায়, সুব্রত দাস আবু, মনি কাঞ্চন দাস, প্রদীপ বণিক, বকুল তালুকদার, মন্টু রায়, কার্তিক রায়, ধীরেন্দ্র বণিক, লিটন সরকার, শ্যামল রায়, সুরজিত গুপ্ত রঞ্জু, বিজিত সেন, সুমন নন্দী, বিধান বণিক বাঁধন, লিপন বৈদ্য, পংকজ দাস, রতন রায়, অলক দত্ত, বাবুল আচার্য্য, রতন বণিক, দেবাশিষ দাসগুপ্ত বাপ্পী, জয়ন্ত বণিক, অমর দাস, গৌরাঙ্গ বণিক, পিনাক দাস, দীপক তালুকদার, প্রীতুষ বর্মন, মিন্টু চৌধুরী, অনন্ত কুমার দে চন্দন, রতন ধর, উদয় রায়, বিধান দাস, সুমন দাস, বিজন কান্তি দেব, ফুলেন সূত্রধর, শিপলু কর, প্রশান্ত রায়, নয়ন বর্মন, তন্ময় সেন, উজ্জল দে, বিদ্যুৎ দেব, স্বাক্ষর রায়, দীপ্ত দাস, অয়ন তালুকদার।
শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ উদ্যাপন পরিষদ, সুনামগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় বিভিন্ন সংগঠনের অভিনন্দন জ্ঞাপন ঃ- নব গঠিত শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ উদ্যাপন পরিষদ, সুনামগঞ্জ কমিটির সফলতা কামনা করে পৃথক পৃথক ভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক এড. বিশ্বজিত চক্রবর্তী, সদর উপজেলা শাখার আহ্বায়ক চন্দন কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এড. বিমান কান্তি রায় ,সাধারণ সম্পাদক বিমল বনিক, সদর উপজেলা শাখার সভাপতি এড. প্রনব কান্তি দাস নিলু, সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ জেলা কমিটির সভাপতি এড. গৌরাঙ্গ পদ দাস ও সাধারন সম্পাদক চন্দন প্রসাদ রায়সহ ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ।