বিশেষ প্রতিনিধি::
আজ রবিবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা। সুনামগঞ্জ জেলায় এবার প্রাথমিকে ৪৭ হাজার ২৮জন শিক্ষার্থী ও ইবতেদায়িতে ৪ হাজার ১শজন পরীক্ষার্থী অংশ নিবে। তবে এবারও প্রাথমিক ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় প্রাথমিক সমাপনীর ১৮৭টি কেন্দ্রে ২০ হাজার ৮১৯ জন ছাত্র ও ২৬ হাজার ২০৯ জন ছাত্রী অংশ নিবে। সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ হাজার ৪৭জন, দোয়ারাবাজারে ৪ হাজার ৫৬৫ জন, ৩ হাজার ৬৪জন, ছাতকে ৮ হাজার ২৫জন, ৩ হাজার ৯৭৭জন, ২ হাজার ৬০৭জন, ধর্মপাশায় ৩ হাজার ৮৯৪জন, শাল্লায় ১ হাজার ৬১৬জন, দিরাইয়ে ৪ হাজার ৮১১ জন, জগন্নাথপুরে ৪ হাজার ২০৩ জন এবং দক্ষিণ সুনামগঞ্জে ৩ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী অংশ নিবে।
এদিকে ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৯৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়িতে সদর উপজেলায় ১৯০ জন, দোয়ারাবাজারে ৬২৪ জন, বিশ্বম্ভরপুরে ২৬৩ জন, ছাতকে ১ হাজার ৬২ জন, তাহিরপুরে ২৮০ জন, জামালগঞ্জে ২৩৩ জন, ধর্মপাশায় ১১৬ জন, শাল্লায় ৯৭জন, দিরাইয়ে ২৯৪ জন, জগন্নাথপুরে ৭৩৮ জন এবং দক্ষিণ সুনামগঞ্জে ২১৪ জন পরীক্ষার্থী অংশ নিবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান বলেন, সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি শেষ। রবিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবারও সুনামগঞ্জ জেলায় ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থীরা বেশি।