গরিব অসহায় মানুষদের সহায়তা, প্রবাসীদের লাশ বাংলাদেশে পাঠানো এবং গরিব মেধাবী ছাত্রদের উপবৃত্তি প্রদানসহ নানা উন্নয়নমূলক কাজ করার লক্ষে গঠিত সুনামগঞ্জ সদর উপজেলার ‘উত্তর সুরমা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’ এর সৌদি আরবের রিয়াদ শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে সৌদি আরবের রিয়াদের একটি হোটেলে পরিচিতি সভার পর মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় কোরআন তেলোয়াত করেন সংগঠনের উপ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল হাসান।
উত্তর সুরমা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভির সাংবাদিক আব্দুল হালিম নিহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা টিভির সাংবাদিক মো. আলামিন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উত্তর সুরমা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা মো. ফুল মিয়া, আরও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মো. আনোয়াার মিয়া, সহ সভাপতি মো. হালিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন (শিকদার), উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক মিয়া, বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পদক মো. ফিরোজ আহমেদ ও লন্ডন প্রবাসী হাফিজ মো. আব্দুল্লাহ।