দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জের নোয়াখালী বাজারে পেয়াজ লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূূল্য নিয়ন্ত্রনেরর লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার(১৯ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলার নোয়াখালী বাজারের ৭টি দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী, নোয়াখালী বাজার কমিটির সভাপতি আব্দুল বাছিত সুজন, সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির মো. আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মো. মাসুদ আহমদ প্রমুখ।