স্পোর্টস রিপোর্টার::
জেলার ১১ উপজেলাকে নিয়ে সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। প্রথম দিনের খেলায় ২-০ গোলে জামালগঞ্জকে পরাজিত করেছে বিশ্বম্ভরপুর উপজেলা। খেলায় হাজারো দর্শক উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, গ্রামবাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এখন গৌরব হারাতে বসেছে। তৃণমূল পর্যায়ের এমন উদ্যোগ সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। এমন আয়োজন থেকেই আগামীর ভালো খেলোয়াড়ও উঠে আসবে বলে আমি বিশ্বাস করি।
উদ্বোধনী অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ক্রিড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, এডভোকেট নানু মিয়া, জিএম তাশহিজ প্রমুখ।
এদিকে উদ্বোধনী খেলায় অংশ নেয় বিশ্বম্ভরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলা। জামালগঞ্জ উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় বিশ্বম্ভরপুর উপজেলা। উত্তেজনাপূর্ণ খেলায় আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলের খেলোয়াড়রা মরিয়া হয়ে প্রতিপক্ষের গোলপোস্টে বল দিতে চেষ্টা করে। অবশেষে বিজয়ী হয় বিশ্বম্ভরপুর উপজেলা। বৃহষ্পতিবার তাহিরপুর ও তাহিরপুর উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।