স্টাফ রিপোর্টার::
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনালে জগন্নাথপুর উপজেলাকে ধরাশায়ী করে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টে রবিবার দুপুর আড়াইটায় কোয়াটার ফাইনালে শক্তিশালী জগন্নাথপুর উপজেলার মুখোমুখি হয় দক্ষিণ সুনামঞ্জ উপজেলা । উত্তেজনাপূর্ণ খেলায় ৩-২ গোলের ব্যবধানে জগন্নাথপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা।
খেলার প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যায় দক্ষিণ সুনামগঞ্জ। দ্বিতীয়ার্ধের প্রথম দিকে আরেকটি গোল হজম করতে হয় জগন্নাথপুরকে। ৩ গোল হজম করে উত্তেজনা ছড়িয়ে পড়ে জগন্নাথপুর শিবিরে। পর পর কাউন্টার এট্রাকে ২ গোল দক্ষিণ সুনামগঞ্জের জালে জড়ায় জগন্নাথপুর । এরপর খেলার শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত একাধিকবার আক্রমণের সুযোগ তৈরী হলেও কাজে লাগতে পারেনি জগন্নাথপুর উপজেলা। ৩-২ গোলের ব্যবধানে মাঠ ছাড়তে হয় জগন্নাথপুর উপজেলাকে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জগন্নাথপুর উপজেলার হেলাল। খেলার রেফারীর দায়িত্বপালন করেন বিএম চৌধুরী নয়ন,লিয়ন জাফর ও ইকবাল হোসেন।
বিজয়ী ম্যাচের প্রাইজমানি বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সিরাজুর রহমান সিরাজ, পারভেজ চৌধুরী, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রেজা, ক্রীড়া সংগঠক ইসতিয়াক শামীম, জিএম তাশহিজ, আব্দুল্লাহ আল নোমান, জুনেদ আহমদ প্রমুখ।
আগামীকাল মঙ্গলবার ২য় কোয়ার্টার ফাইনালে শাল্লা উপজেলার মুখোমুখি হবে বিশ্বম্ভরপুর উপজেলার সাথে।