স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নে শিক্ষানুরাগী, সমাজসেবক, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মরহুম আবুল কালাম আজাদ এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা পরবর্তি বিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসকর আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাগর আহমদের সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান তহুর, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আলী আশরাফ, ইউপি সদস্য হোসেন মিয়া, সুরুজ মিয়া, আনোয়ার হোসেন বাবুল, মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা আক্তার।
বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাইদ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমীন।
এসময় বক্তারা মরহুম আবুল কালাম আজাদের স্মৃতিচারণ করে বলেন, রঙ্গারচর ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা একসময় ভঙ্গুর অবস্থায় ছিল। নারী শিক্ষার হার ছিল খুবই কম। ইউনিয়নের শিক্ষাব্যবস্থার মান্নোয়নে নিজের ভূমি দান করে চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন আবুল কালাম আজাদ। তাঁর অবদানের ফলে ইউনিয়নের শিক্ষাব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। আবুল কালামের মতো একজন ত্যাগী ব্যক্তির অকালে চলে যাওয়াটা ইউনিয়ন বাসীর জন্যে অপুরণীয় ক্ষতি। এসময় মরহুম আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
পরে বিদ্যালয়ে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পুরুণ ও বিদ্যালয় বেতন ফিস বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করে আবুল কালাম স্মৃতি পরিষদ। আবুল কালাম আজাদ স্মৃতি পরিষদের উপদেষ্ঠা লণ্ডনপ্রবাসী আলী আসকর।
এর আগে মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।