পান্ডববর্জিত মাটিতে অনেকদিন ধরে চিন্তার সিনথেসিস বেড়ে উঠেনা,বাড়ে বিক্ষোভ। বাড়ে প্রতিচিন্তার দেয়ালে আদিম অন্ধকার।
ঘুটঘুটে অন্ধকারে সহস্র বছর আগের গল্প পাঠ করে বানর,বন মোরগ,হরিণ। মানুষের রক্তে বাঘ, সিংহ,শৃগাল আঁকে করুণ গ্রাফিতি।
ব্যর্থ সভ্যতা ভেসে যায় নষ্ট মুকুলের বিবর্ণ পরাগায়নে। বুকে আশাহীন পরিযায়ীর ছটফটানি নিয়ে দিগন্তে ছুটে চলে শঙ্কিত মানুষের সুনামি।
অ্যালবাট্রোস
উড়ে যাওয়া ভুলে যায় লোহার কার্তিকের ভিড়ে। লজ্জায় অবনত সূর্য ভুলে যায়
সৃষ্টির কষ্ট । চাঁদের জোৎস্না ঢেকে রাখে মেঘ চিলের যতো অভিমান। তবু,চারিদিকে নকল আলোর জ্বলকানিতে নাচে ফড়িং, ফিঙে,বামন। মৃত বদ্বীপে চালায় প্রদীপ্ত কৃপাণ !