স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে সদস্যপ্রার্থীসহ ১০০ প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে ৪, সদস্যপদে ৭৬ এবং সংরক্ষিত ওয়ার্ডে ২০জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়।
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন পেয়েছেন চশমা প্রতিক, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট পেয়েছেন মোটর সাইকেল প্রতিক, আহবাব হোসেন চৌধুরী পেয়েছেন ঘোড়া প্রতিক ও একমাত্র মহিলা চেয়ারম্যান পদপ্রার্থী চঞ্চলা দাস পেয়েছেন আনারস প্রতিক।
এ ছাড়াও সুনামগঞ্জের ১৫ টি ওয়ার্ডের সদস্য পদে ৭৬ ও মহিলা সংরক্ষিত আসনে ২০ নারী প্রার্থী প্রতিক বরাদ্ধ পেয়েছেন।