দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংষ্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে ও সহকারী প্রভাষক কামনাশীষ রায়ের পারচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ধনীর রঞ্জন রায়, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক্যাল ইন্সটিডিউটের প্রেন্সিপাল সাখাওয়াত হোসেন।