জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে কমরেড প্রসূন কান্তি রায় (বরুণ রায়)-এর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সাচনাবাজারস্থ রেইন্ট্রি তলায় কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী।
সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কমরেড বরুণ রায় স্মৃতি সংসদ সুনামগঞ্জের সদস্য চিত্তরঞ্জন তালুকদার।
যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়ের স্বাগত বক্তব্যে সূচিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপ-সচিব রইছ উদ্দিন, স্মৃতি সংসদের উপদেষ্টা অজিত লাল রায়, নিখিল রঞ্জন তালুকদার ও প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্মৃতি পরিষদের সহ-সভাপতি আফতাব উদ্দিন আহমদ, মো. আলী আমজাদ, আবু তাহের তালুকদার, সাংগঠনিক সম্পাদক ডা. বিষ্ণুপদ সূত্রধর, অর্থ সম্পাদক মিশন তালুকদার, সদস্য মো. নবী হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক পঙ্কজ শীল, শিক্ষা বিষয়ক সম্পাদক উত্তম পাল, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান, সদস্য রিপন তালুকদার, সদস্য জোহরা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা কমরেড বরুণ রায়ের বিপ্লবী জীবনাচরণ নিয়ে আলোচনা করেন।