স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সাড়ম্ভর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, বিজয় র্যালি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাভাবে সুনামগঞ্জ জেলা জুড়ে উদযাপিত হচ্ছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জেলা শহরসহ প্রতিটি উপজেলায় পালিত হচ্ছে।
বিজয়ের প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন পেশাজীবী সংগঠন শ্রদ্ধাঞ্জলি দেন। সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিচার বিভাগ, জেলা পরিষদ, সুনামগঞ্জ পৌরসভা, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এখানে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। আলোচনাসভায় মুক্তিযোদ্ধারা যোদ্ধাপরাধীদের বিচার কার্যকর করে মুক্তিযুদ্ধের চেনতার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।