স্টাফ রিপোর্টার::
মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের ঐতিহ্যবাহী আলতাফ আলী পার্কে শহিদ মিনারে বিজয়ের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে। ১৫ডিসেম্বর রাত ১২টার পর স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহিদ মিনারে গিয়ে ফুলেল শ্রদ্ধাঞ্জলিতে একাত্তরের শহিদদের স্মরণ করেন। এসময় নেতৃবৃন্দ একাত্তরের যোদ্ধাপরাধীদের বিচার কার্যকরের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সরকারকে সমর্থনের আহ্বান জানান।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, টাওয়ার হেমলেট যুবলীগ সভাপকি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, সহসভাপতি জিতু, যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ফরহাদ আহমদ প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক দলের নেতানেত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।