স্টাফ রিপোর্টার::
যথাযোগ্য মর্যাদায় ও বর্ণিল নানান আয়োজনের মধ্যে দিয়ে সুনামগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে সুনামগঞ্জ শহরে শুরু হয় মহান বিজয় দিবসের কর্মসূচী। এর আগে রাতে বিজয়ের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের লোকজন পুষ্পার্ঘ্য অর্পন করেন।
সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু কুচকাওয়াজ প্রদর্শন, সালাম গ্রহণ, শরীর চর্চা প্রদর্শনী। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান।
বিজয় দিবস উপলক্ষ্যে শরীরর চর্চা প্রদর্শন করে সুনামগঞ্জ সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, জেলা এক মাত্র ইংরেজী মাধ্যমের স্কুল বিয়াম ল্যাবটরী ও সুনামগঞ্জ প্রতিবন্ধী স্কুল। এ ছাড়াও পুলিশ, আনসার বাহিনী সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
##