আ.লীগের ২১তম সম্মেলনে অংশ নিতে সুনামগঞ্জের ৫ শতাধিক নেতাকর্মী এখন ঢাকায় অবস্থান করছেন। ২০ ও ২১ ডিসেম্বর শুক্রবার ও শনিবার অনুষ্টিত হবে দেশের প্রাচীনতম দলটির সম্মেলন। এ উপলক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসব আমেজ। বাদ যায়নি সুনামগঞ্জও। কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে রাজধানী ঢাকায় পৌছে গেছেন সুনামগঞ্জের অন্তত ৫০০ শতাধিক নেতাকর্মী।
জেলা আ.লীগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ১১টি উপজেলা, ১টি থানা, চারটি পৌর সভা ইউনিটের ১১৪জন কাউন্সিলর ও ১১৪জন ডেলিগেট সম্মেলনে যোগ দিচ্ছেন। তাছাড়া অনেকে অতিথি হিসেবেও যোগ দিবেন। যারা সম্মেলনে প্রথম দিনের প্রথম অধিবেশনে অংশ গ্রহণ করবেন। সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে ১৬টি ইউনিটের ১১৪জন কাউন্সিলর যোগ দেবেন। প্রথম দিনের ডেলিগেটরা দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে যোগ দিতে পারবেন না। এছাড়া প্রথম দিনের প্রথম অধিবেশনে সুনামগঞ্জের আ.লীগের ১০০জন নেতা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জেলা আ.লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম ছিদ্দীকি উজ্জ্বল বলেন, জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়া উপজেলা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে কাউন্সিলর হিসেবে দ্বিতীয় দিনের কাউন্সিলে অংশ গ্রহণ করবেন। এছাড়া দলীয় উপজেলা চেয়ারম্যান, সম্মানিত নেতারাও আছেন এই তালিকায়। কাউন্সিলর ও ডেলিগেট ছাড়াও শত শত নেতাকর্মী আ.লীগের কেন্দ্রীয় সম্মেলন দেখতে ইতিমধ্যে ঢাকা এসে পৌছে গেছেন।