দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে বর্তমান সরকারের উন্নয়ন রুপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং/মিট দা প্রেস এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগীতায় এ সেমিনার অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফি উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, পলিটেকনিক ইন্সস্টিটিউটের প্রিন্সিপাল শাখাওয়াত হোসন, জগদল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পঙ্কজ কুমার দাস, করিপুর ইউপি চেয়ারম্যন আছাব উদ্দিন সরদার, দিরাই সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।