স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জনপ্রিয় প্রবীণ চিকিৎসক ডা. ধীরেন্দ্র দেব চৌধুরী (৮৮) আর নেই। সোমবার বিকেলে তিনি আমেরিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন। ডা. ধীরেন্দ্র দেব চৌধুরী অর্ধশতাব্দি কাল সুনামগঞ্জ শহরের হাসননগরস্থ বাসভবন থেকে নিরলস চিকিৎসা দিয়েছেন। গরিবের চিকৎসক হিসেবে তিনি জেলার তৃণমূলেও পরিচিত ছিলেন। একজন স্বনামধন্য চিকিৎসক হিসেবে তিনি সাধারণ মানুষের সেবা করে মন জয় করেছিলেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে , স্ত্রীসহ অসংখ্যা শুভানুধ্যায়ী রেখে মারা যান।