স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পুলিশ লাইন্স মাঠে ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন, বেলুন ও পায়ারা উড়ানোর মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম।
পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএমের সভাপতিত্বে পুলিশ লাইন্স মাঠে কুচকাওয়াজ প্রদর্শনী, দৌড়, রশি টান, বেলুন ফোটানো, চকলেট দৌড়, ঝুঁড়িতে বল নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পুলিশ বিভাগের বিভিন্ন সদস্য, পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি কামরুল আহসানের সহধর্মিণী মুনমুন আহসান, প্রদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, জেলা প্রশাসক লে.এন্ড কর্ণেল মাকসুদুর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি হাজী নুরুল মোমেন প্রমুখ।
এসময় পুলিশ বিভাগের এএসপি, সার্কেল, ১২ থানার ওসি ও গোয়েন্দা বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।