স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্টি ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফরহাদ আহমদ সুনামগঞ্জের সরকারি এতিমখানার বালিকাদের মধ্যে রাতে উন্নত খাবার বিতরণ করেছেন। বৃহষ্পতিবার রাতে সুনামগঞ্জের শহরতলির হাসননগরন্থ এতিমখানায় গিয়ে তিনি নিজ হাতে এতিম কন্যাদের মধ্যে উন্নত মানের খাবার সরবরাহ করেন। এসময় এতিম কন্যারা উচ্ছ্বসিত হয়ে আনন্দের মাধ্যমে খাবার খান।
এসময় ফরহাদ আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন এডভোকেট মো. বুরহান উদ্দিন, ছাত্রনেতা আহসান রহমান প্রমুখ।
উল্লেখ্য ফরহাদ আহমদ সুনামগঞ্জের এতিমখানার বালিকাদের মধ্যে দেশে আসলে গত কয়েক বছর ধরে নিয়মিত খাবার বিতরণ ও ঈদে নতুন জামা দিয়ে আসছেন।