স্টাফ রিপোর্টার::
জীবনের শুরুতেই শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সততার পাঠ দিতে প্রাথমিক বিদ্যালয়ে ৮৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সততা স্টোরের উদ্বোধন করেন। এর আগে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে শিল্পকলা একাডেমিতে মতবিনিময় করেন। পরে দুপুরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। এখানে তিনি সততা স্টোর উদ্বোধনের মাধ্যমে জীবনের শুরুতেই প্রাথমিক পর্যায়ে সততার পাঠ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান।
সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, আমাদের নতুন প্রজন্মকে সৎ ও দুর্নীতিমুক্ত জীবন যাপনের শিক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সততা স্টোরে কোন বিক্রেতা নেই। শিক্ষার্থীরা পণ্যের মূল্য দেখে বক্সে টাকা রেখে আসবে। এটা মনিটরিং করবেন স্কুলের শিক্ষকরা। হিসেবে গড়মিল হলে তারা শিক্ষার্থীদের সততা সম্পর্কে বুঝাবেন এবং উজ্জীবিত করবেন। একদিন এভাবেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।
দুপুরে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে দুদক সচিব শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়া প্রমুখ।