ছাতক প্রতিনিধি::
ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, লন্ডনমহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি সমাজসেবী ও শিক্ষানুরাগী রুহুল আমীন তার নামে ২০১৬ সালের ৫ডিসেম্বর একটি ফাউন্ডেশন গঠন করেন। এ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামে এ ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। মুরব্ববি মাস্টার নুর মোহাম্মদ ময়না মিয়ার সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান আহমেদের পরিচালনায় শীতবস্ত্র বিতরনী পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মুহিবুর রহমান মুহিব, ভূইগাঁও ইবতেদায়ি মাদরাসার সুপার মাওলানা আবদুল আউয়াল, মুরুব্বি আছমত আলী, মুক্তিযোদ্ধা তালেব আলী, মুক্তিযোদ্ধা ছইফ উল্লাহ, মুক্তিযোদ্ধা আবদুল খালিক, মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী, আবদুল মজিদ, ধারণ শ্রমিক দলের আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক সঈদুর রহমান। এসময় রুহুল আমীন ফাউন্ডেশনের সদস্য আশিক আহমদ, মহিম উদ্দিন, আবুল হাসনাত তালুকদার, অলিউর রহমান, সাঈদ আহমদ, জুয়েল আহমদ, রিপন মিয়া, হারুনুর রশিদ, সুমন আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এলাকার প্রায় দেড়শতাধিক গরিব অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে একটি করে কম্বল বিতরণ করেন অতিথি ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।