স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের সেলিমগঞ্জ বাজার কমিটির সভা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে সেলিমগঞ্জ বাজার কমিটির’র অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও গেইন সংস্থার সহযোগীতায় বাজার কমিটি ও ব্যবসায়ীদের নিয়ে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিন যুক্ত লবণ ব্যবহার বিষয়ক সভা সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি মো. নুরু মিয়া। কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কমিটির সহ সাধারন সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ গোলাফ মিয়া, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া, ব্যবসায়ী মনসুর আলী, আব্দুল মন্নাফ, জসিম, আশরাফুল, নয়ন মিয়া, কাউছার, জুয়েল, জাকির, দি হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহ প্রমুখ। ব্যবসায়ীরা বলেন, খোলা তেল ও খোলা লবণ বিক্রয় করবনে বলে ঐক্যমত পোষণ করেন।