স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আাগামী ৭-৮ ফেব্রুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে। আর কোন কারণে তারিখ পেছানো হবেনা বলে জানিয়েছেন আয়োজকরা। সোমবার রাতে সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়াও আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে।
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরি কমিটির আহ্বায়ক জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সুখেন্দু সেন, কটি দাস, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, আজরফ চৌধুরী, পীর মতিউর রহমান, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, এডভোকেট সালেহ আহমদ, সদস্য সচিব এডভোকেট রুহুল তুহিন, শাহ আবু নাসের, কুসুম, এডভোকেট শামসুল আবেদিন, এডভোকেট আজাদুল ইসলাম রতন, এডভোকেট এনাম আহমেদ, শঙ্কর দাস, হিরন্ময় রায়, শামস শামীম, এডভোকেট আব্দুল খালেক প্রমুখ।