স্টাফ রিপোর্টার::
দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, জাতীয় দৈনিক কালের কণ্ঠ মহান মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের কার্যক্রম পরিচালিত করছে। এই ধারাবাহিকতায় আজও পত্রিকাটি সুনামগঞ্জের একজন অকুতোভয় ও প্রতিবাদী মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের আধুনিক সংবাদপত্রের ইতিহাসে কালের কণ্ঠ তার বস্তনিষ্ট সাংবাদিককতার মাধ্যমে জাতীয় কর্তব্য পালন করছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
১০ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিব লাইব্রেরি মিলনয়তনে অনুষ্ঠিত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে অতিথিবৃন্দ সংবর্ধিত মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীরকে কালের কণ্ঠের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেনরায়, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ আহমদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে প্রমুখ।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম, জেলা স্বেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ, কালের কণ্ঠ শুভসংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাহেরিন চৌধুরী মিশুক, জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, সংস্কৃতিকর্মী হিরন্ময় রায়, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ঝুনু চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্যাঙ্কার বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, ইনডিপিন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, একাত্তরের কথার প্রতিনিধি আহমদ মুজতাবা রাজি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল আহমেদ, সালেহ আহমদ চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি এডভোকেট এ আর জুয়েল, শিক্ষক নেতা আবুল কালাম আজাদ, নান্টু দাস, আমিনুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী নূরজাহান সাদেক নূরী প্রমুখ।