দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
শীতবস্ত্র হিসেবে সচরাচর কম্বল, চাদর কিংবা গরম পোষাক (স্যুয়েটার) বিতরণ করা হয়। এবার ব্যতিক্রম শীতবস্ত্র বিতরণ করা হয়েছে দক্ষিণ সুনামগঞ্জে। উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের রাইজিং সান কিন্ডার গার্টেনের মাঠে ৫০টি শীতার্ত পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে একটি করে লেপ বিতরণ করেন গণমাধ্যমকর্মী ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রভাষক ইয়াকুব শাহরিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এ বস্ত্র বিতরণ করেন তিনি।
লেপ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলার মইনবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুল হক সেলিম, স্থানীয় মুরব্বি হাজি মাহমদ আলী, সমাজকর্মী হুমায়ুন কবির, মাওলানা ইউসুফ আলী, গণমাধ্যমকর্মী আলাল হোসেন, এন এ নাহিদ, শাহ নেওয়াজ, শিক্ষার্থী ইবরাহীম আল বুরহান, আশরাফ মাহমুদ, ফাইয়াজ রহমান, মাহবুব হাসান অনিক ও জামাল হোসেন প্রমুখ।
ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করতে পেরে খুব খুশি ইয়াকুব শাহরিয়ার। তিনি বলেন, ‘মানুষের মুখে হাসি ফুটানোই আমার উদ্দেশ্য। নিজের সেই আর্থিক স্বক্ষমতা নেই। কিন্তু মানসিকতা আছে। তাই ফেসবুকের মাধ্যমে সকলের সহযোগিতা নিয়ে কাজ করি। সকলের আন্তরিক সহযোগিতা সব সময় পাই।’ লেপের চিন্তা মাথায় কীভাবে এলো এমন প্রশ্নে তিনি বলেন, ‘কম্বল লেপের তুলনায় কম শীতসহিষ্ণু। লেপ কম্বলের চেয়ে অনেক দীর্ঘস্থায়ীও। মূলত মানুষের শীত প্রকৃত অর্থে লাঘবের চেষ্টা থেকে এমন চেষ্টা করেছি। সকলের উচিৎ কম মানুষকে হলেও দীর্ঘস্থায়ী ও শীতসহিষ্ণু কাপড় বিতরণ করা।’
মঈনবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুল হক সেলিম বলেন, ‘টোটালি দারুণ একটা উদ্যোগ। খুবই ব্যতিক্রমী। মানুষের অনেক উপকার হবে। সকলেরই এমন টেকসই উদ্যোগ গ্রহণ করা উচিৎ। এমন প্রোগ্রামে থাকতে পেরে খুবই ভালো লাগলো। অব্যাহত থাকুক এমন কাজ।’
উল্লেখ্য, একই ভাবে ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ২০১৬ সাল থেকে নিয়মিত শীতবস্ত্র, ঈদবস্ত্র বিতরণ করছেন ইয়াকুব শাহরিয়ার।