ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি প্রভাষক বাবু মলয় জোয়ারদারের শোক সভা অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের হল রুমে এ শোক সভা অনুষ্টিত হয়। ডিগ্রী কলেজের আয়োজনে শোক সভায় সভাপতিত্ব করেন বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম চৌধুরী, কলেজের প্রভাষক মো. আব্দুল হাই ও মো. হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি সমাজ সেবক খাইরুল বশর ঠাকুর খান, মো. জহিরুল হক, ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, বীরমুক্তি যোদ্ধা মো. নুর হোসেন, প্রভাষক মো. বশীর আহমেদ, ফজলুল হক, সিদ্দিকুর রহমান, সুকমল দে সরকার, ইতিয়াক হোসেন চৌধুরী, জীবন চৌধুরী, মোস্তাফিজুর রহমান আফজল সহ বিভিন্ন পেশাজীবী। ১ মিনিট নিরাপত্তা পাল ও মলয় জোয়ারদারের প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি এমপি রতন বলেন, প্রভাষক মলয় জোয়ারদার একজন কবি ছিলেন, তিনি অনেক কবিতা লিখে গেছেন। বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ স্থাপিত হওয়া পর থেকে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। মলয় জোয়াদার একজন আওয়ামীলীগ নেতার নাম আমরা রুহের মাকফেরাত কামনা করি।