স্টাফ রিপোর্টার::
খেলাধুলার মৌসুমে স্কুলের মাঠ বাণিজ্যিকভাবে ব্যবহার করে বাণিজ্য মেলা করায় স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছে সুনামগঞ্জ পৌরসভা। মঙ্গলবার বিভিন্ন পত্রিকায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ বিষয়ে পৌরকর্তৃপক্ষের অবস্থান ষ্পষ্ট করেছেন মেয়র নাদের বখত।
তিনি বলেন, বাণিজ্যমেলা বর্ধিত করে শিশুদের খেলাধুলা থেকে বঞ্চিত করায় অভিভাবক বা পৌর নাগরিকদের দুশ্চিন্তার সঙ্গে পৌরসভা কর্তৃপক্ষও ব্যথিত। স্কুলের মাঠে বাণিজ্যমেলা ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, স্কুল মাঠে বাণিজ্যমেলার আয়োজন বিষয়ে, বর্ধিত বিষয়ে পৌরসভার কোন অনুমতি নেওয়া হয়নি। টেক্সহোল্ডার হিসেবেও পৌরসভাকে এ বিষয়ে অবহিত করা হয়নি। ভবিষ্যতে যাতে শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ দখল করে বাণিজ্যমেলা না হয় সেজন্য পৌরনাগরিকদের সহযোগিতা কামনা করেন নাদের বখত।