হাওর ডেস্ক ::
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি ঘটায় তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান হ্রদে নিহত হয়েছেন চার বাংলাদেশি। তাদের মরদেহ দেশে আসছে শুক্রবার।
আজ বৃহস্পতিবার তুরস্ক থেকে পাঠানো হবে নিহত ওই চার বাংলাদেশির মরদেহ, যা শুক্রবার বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে। তুরস্কের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের জামজেদ মিয়া ও মিজানুর রহমান, সিলেটের সৈয়দ ফয়সাল আহমেদ এবং নেত্রকোনার চৌধুরী ইউএ ইউশা ওসমানী।
গত ২৫ ডিসেম্বর ভান হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে সাত জনের মর্মান্তিক মৃত্যু হয়। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হলে স্থানীয় প্রশাসন গত ২৭ ডিসেম্বর দূতাবাসকে অবহিত করে।
নৌকাডুবির পর উদ্ধারকৃত ১১ বাংলাদেশি নাগরিককে বর্তমানে তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে।
দুর্ঘটনাস্থল তুরস্কের রাজধানী আঙ্করা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত।