জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র আব্দুল মনাফ কে তাঁর নিজের পছন্দের জীবনদ্দশায় তৈরি করা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে শুক্রবার। এর পূর্বে গতকাল বিকেল তিনটায় মরহুমের নামাজে জানাজা জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সামাজিক, শিক্ষক সমাজ, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি শোকাহত কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজার পূর্বে অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন ও অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজের যৌথ পরিচালনায় প্রয়াত পৌর মেয়র আব্দুল মনাফের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, খায়রুল কবির রুমেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, মেয়র আব্দুল মনাফের বড় ছেলে সেলিম মিয়া, কর্নেল অব: সৈয়দ আলী আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট শফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন, বিএনপি নেতা এমএ মালেক খান, জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রাশীদ, যুক্তরাজ্য প্রবাসি আব্দুস শহীদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, পৌর পরিষদের সচিব মোবারক আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
পরে মেয়র আব্দুল মনাফের বাসভবনে জগন্নাথপুর পৌরহশহরের হবিবপুরে মেয়রের মা বাবার পাশে নিজের পছন্দ অনুয়ায়ী তৈরি পাকা কবরে শায়িত করা হয় তাঁকে।
এদিকে গতকাল পোনে দুইটার দিকে তাঁর বাসভবনে রক্ষিত মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। পরে তিনি মরহুম আবদুল মনাফের পরিবারের সদস্যদের শান্তনা দেন।
এসময় মেয়রের বড় ছেলে সেলিম মিয়া তাঁর বাবা মেয়র আব্দুল মনাফ কে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে সহযোগিতা করায় পরিকল্পনামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
এর পূর্বে সকাল ১১টায় জগন্নাথপুর পৌরসভা প্রাঙ্গণে মেয়র আব্দুল মনাফের মরদেহ সর্বস্তরের মানুুষ ফুল নিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রসঙ্গত, পৌর দুইবারের া নির্বাচিত মেয়র আব্দুল মনাফ (৬৫) গত ছয় মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। গত ১১ জানুয়ারি রাত দশটার দিকে লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৫ জানুয়ারি মরহুমের মরদেহ দেশে ফিরে।