স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য পৌর মেয়র আয়ূব বখত জগলুলকে নিয়ে সংবাদ সম্মেলন করে স্থানীয় সাংসদদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধির অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট। বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ ডিএস রোডস্থ দৈনিক সুনামগঞ্জের খবরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত প্রার্থী নূরুল হুদা মুকুট এ অভিযোগ করেন।
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল হুদা মুকুট সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় সাংসদরা অপর চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে বাড়িতে ডেকে নিয়ে ভুরিভোজ করিয়ে টিআর কাবিখার প্রতিশ্রুতি দিচ্ছেন। সাংসদদের ভয় ও প্রলোভনে স্থানীয় সরকার প্রতিনিধিরা এখন তটস্থ বলে মন্তব্য করেন তিনি। নূরুল হুদা মুকুট বলেন, সুনাসগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগের স্থানীয় সাংসদরা ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পক্ষে নানাভাবে কাজ করছেন। তারা চেয়ারম্যান মেম্বারদের ভয়-ভীতি দেখিয়ে ভোট আাদায়ের চেষ্টা করছেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, নূরুল ইসলাম বজলু প্রমুখ।