দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা মাদক হলো হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের আব্দুল মনাফের পুত্র সুজন মিয়া (৩৪) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর গ্রামের সোনাহর আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (২৮)। গ্রেফতারকৃতদেরকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০.৫৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আলাউদ্দিন, এসআই তারিকুল ইসলাম, এসআই জয়নাল আবেদিন ও এসআই আনোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স থানা এলাকায় পশ্চিম পাগলা ইউনিয়নের সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবর পয়েন্ট থেকে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা সহ এই ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করছি। মাদক নিয়ন্ত্রনে আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে।