শাল্লা সংবাদদাতা:
শাল্লায় পিআইসিদের সভায় অনিয়ম হলে কড়া হুশিয়ারি দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ২২ জানুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে ১৩৭টি পিআইসি সদস্যদের হাওরের ফসলরক্ষার জন্য ম্যাপের মাধ্যমে বাঁধ তৈরির দিক নির্দেশনা দেন পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী শমশের আলী। বাঁধের কাজে অনিয়ম না করার জন্য পিআইসিদের সতর্ক করেন তিনি। পাশাপাশি পিআইসিদের দ্রুত বাঁধের কাজ সমাপ্ত করার অনুরোধও করেন শমশের আলী।
উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমানের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা আল-মুক্তাদির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ এর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। তিনি বলেন কোনোভাবেই বাঁধের গোড়া থেকে মাটি কাটা যাবে না। নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে। বাঁধের গোড়া থেকে মাটি কাটলে সেই গর্ত ভরাট করতে হবে। ২ ফুট মাটি ফেলে কম্পেকশন করতে। ৬ ফুট উচ্চতা হলে ১২ ফুট স্লোব করতে হবে। অন্যান্য কাজ নিয়ম অনুযায়ী করবেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন শতভাগ কাজ না হলে ৬০ ভাগ বিলও পাবেন কিনা সন্দেহ আছে। কাজেই মানসম্মত কাজ করতে হবে আপনাদের। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন ফসলরক্ষার জন্য। এটি আপনাদের মাথায় রাখতে হবে। ভালো কাজ হলে আমরা আগামীতে আরো বেশি বরাদ্দ পাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মুক্তাদির হোসেন বলেন নিয়ম অনুযায়ী বাঁধের কাজ করুন পুরস্কার পাবেন। অনিয়ম করলে আমারদের যে প্রশাসনিক ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করতে বাধ্য হবো। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ দিপু রঞ্জন দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার ১৩৭টি প্রকল্পের সভাপতি ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৯-২০২০ সালে উপজেলা হাওরের ফসলরক্ষায় ১৩৭টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪কোটি ১৭লাখ টাকা।