নাহিদ হাসান রানা
বসন্তের কোন হিমল হাওয়ায়
হারিয়ে যাওয়া তোমার চুলের মায়াবী বাহার !
তোমাকে খোঁজছিলাম কোন ফাগুনের পরন্তু বিকালে
মৌমাছির গুন গুন মিষ্টি সুরে।
হয়তবা তোমাকেই খোঁজছিলাম
বর্ষার রিমিঝিম কোন এক কদম ডালে।
তুমি,
তুমি আসনি বসন্তেও মায়াবি বাহার দিতে,
আসলে না ফাগুনের পরন্ত বিকেলে
মৌমাছির গুনগুনানি গান শোনাতে,
এবারো আসলে না বর্ষার রিমিঝিম বৃষ্টিতে
কদমের ফুল কুঁড়াতে।
তুমি,
তুমি এসেছ আহত হৃদয় নিয়ে,
ক্লান্ত পথিকের বেশে
তুমি আমার সেই নীলিমা
এসেছ শুধু অচিন পাখি হয়ে।