স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে দুই বছরের মধ্যেই কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, আমরা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ করছি। হাওরে ফ্লাইওভার করার প্রস্তুতি নিয়েছি। সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ যাবে রেললাইন। এখন আমাদের কৃষিবিশ্ববিদ্যালয় বাকি। এই পরিকল্পনা নিয়েছি আমরা। আগামী দুই বছরের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন হবে।
রবিবার সকালে সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রিড়ানুষ্ঠান, মতবিনিময় ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসক কথা বলেন।
মন্ত্রী বলেন সুনামগঞ্জ আর পিছিয়ে থাকবেনা। আমাদের জীবনের উন্নয়ন ও পরিবর্তন হয় এমন কাজ আমরা করেই যাব। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হাওরের প্রতি খুবই আন্তরিক। তিনি আমাকে বলেছেন, হাওরের শিক্ষার উন্নয়নে বিশেষ স্কুলের ডিজাইন করার কথা বলেছেন। তিনি বলেছেন, এমন ভাবে স্কুলের ডিজাইন করবেন যাতে বন্যার সময় পানির উপর স্কুল ভেসে থাকে। এই সময় শিক্ষার্থীরা স্কুলে থাকতে পারে।