স্টাফ রিপোর্টার::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘শিক্ষার মাধ্যমে সবাইকে সুশিক্ষিত হয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। জঙ্গী ও সন্ত্রাসবাদের মতো ভুল পথ থেকে সরে এসে সুন্দর পথে আসার আহ্বান জানাই। আওয়ামী লীগ নির্ভেজাল সুশৃঙ্খল একটি মুক্তিযুদ্ধের দল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী ও প্রকৃত দেশপ্রেমে জননেত্রী তাঁর সাহসী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে এখন টাকার অভার নেই। এ দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। এছাড়া কৃষি, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎসহ সার্বিক উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে।’
শুক্রবার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুর্বণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পলাশ উচ্চ বিদ্যালয়ে মাঠে ২ দিন ব্যাপি সুবর্ণ জয়ন্তীর পূর্তি অনুষ্ঠানের আলোচনা
সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র প্রভাষক অনুপম চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতান ।
স্বাগত বক্তব্য রাখেন ড. মোহাম্মদ আব্দুল কাদির। এছাড়াও বক্তব্য রাখেন পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পলাশ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
প্রতিমন্ত্রী এমএ মান্নান এলাকার দাবির প্রেক্ষিতে পলাশ উচ্চ বিদ্যালয়ে আরেকটি একাডেমিক ভবন নির্মাণ, হাওরের বোরো ফসল রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ইউনিয়ন পরিষদ ভবন সংস্কার, আব্দুর জহুর সেতুতে টোল আদায় বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন, সড়ক প্রশস্ত, পলাশ মাঠসহ ১১দফা দাবির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস প্রদান করেন।
এর আগে প্রাক্তন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সকালে প্রাক্তন ছাত্রছাত্রীদের বর্নাঢ্য র্যালি শেষে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্যেদিয়ে সুবর্ণ জয়ন্তীর শুভ সূচনা হয়। আজ শনিবার সুবর্ণ জয়ন্তীর ২য় দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক। দ্ইুদিন ব্যাপি অনুষ্ঠান মালায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।