স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জ শহরের সুধীজনদের উদ্দেশ্যে বলেছেন, আমাকে সন্দেহ করবেন না। আমি এখান থেকে কোন সম্পদ নিয়ে আসার জন্য আসি নাই। সুনামগঞ্জের বুকে ছুরি মেরে শান্তিগঞ্জকে বড় করতে পারবনা, আমি বোকা নেই। তিনি বলেন, সুনামগঞ্জ আমারও শহর। যেখানে স্কুলের জায়গা নাই সেখানে কিভাবে বিশ্ববিদ্যালয় হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০০ বিঘা জমি লাগবে। এই জমি শহরে নাই।
মন্ত্রী আরো বলেন, কিছু মানুষ বলছেন, মান্নান সব কিছু দক্ষিনে নিয়ে যাচ্ছে। এমন বলবেন না। আমার কেউ নেই। আমি একলা। আমার সামনে পিছনে কেউ নাই। আমি কিছু নেবনা, কিচ্ছু নেই নাই। আমি শেখ হাসিনার কাছ থেকে চেয়ে নতুন নিয়ে আসছি।
মন্ত্রী বলেন, আমি সিলেটও যেতে পারিনা। তারা বলে সব আমি সুনামগঞ্জে নিয়ে আসছি। অন্য জায়গার মন্ত্রীরা বলেন, প্রধানমন্ত্রী লাই পেয়ে আপনি আপনার এলাকায় সব নিয়ে যাচ্ছেন। আপনি আমাদের সঙ্গে ন্যায় বিচার করুন। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তরে হওয়ার সুযোগ নেই তাই স্বাভাবিকভাবেই দক্ষিণেই আমাদের যেতে হবে। কিন্তু দক্ষিণে গেলে শান্তিগঞ্জ উস্ট্রা খেয়েং যেতে হবে। আমরা উস্ট্রার মানুষ।
শান্তিগঞ্জ-সুনামগঞ্জের মাঝখানে বসন্তের বাতাস লাগবে, পরিষ্কার আলো হাওয়া থাকবে এমন জায়গা বের করুন। আমাদের সন্তানরা যাতে হাওরের ঢেউ লাগে, বসন্তের বাতাস লাগে এমন স্থানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আপনার বাঁধা দিবেন না। উন্নয়নে সহযোগিতা করুন।
রবিবার সকালে সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।