দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই সরকারী বালিকা বিদ্যালয় আয়োজিত সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সরদার গোলাম মোস্তফা রুমীর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া খাতুন, সহকারী শিক্ষক জিতু মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।