জগন্নাথপুর প্রতিনিধি::
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আওতাধীন বোর ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ। সোমবার দুপুরে জেলার দক্ষীণ সুনামগঞ্জ উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার সুনামগঞ্জ মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ প্রমূখ। কৃষকদের একমাত্র সম্বল বোর ফসল এই ফসল চাষ করে কৃষকগণ ১২ মাস অন্ন জোগার করে থাকেন। হাওরের বোর ফসলী রক্ষার জন্য সরকার হাওর রক্ষা বাঁধ নির্মাণ করে যাচ্ছে। পাউবোর আওতাধীন কৃষকদেন নিয়ে পিআইসি গঠনের মাধ্য ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। জেলা প্রশাসক বিভিন্ন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। ##