স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং কেয়ার বাংলাদেশ নিউট্রিশন এট দি সেন্টার প্রকল্পের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে পরিকল্পনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোকাল শিক্ষকদের অংশগ্রহনে এই পরিকল্পনা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চৌধুরী জালালউদ্দিন মুর্শিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ছারুয়ার আলম। সেন্টার প্রকল্পের টেকনিক্যাল কোর্ডিনেটর- নলেজ ম্যানেজমেন্ট এন্ড এডভোকেসি এম. হাফিজুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার-ফিল্ড অপারেশন আল আমিন এবং প্রকল্প কর্মকর্তা দেওয়ান ইসতিয়াক আলম। অনুষ্ঠানে বিশ্বম্ভরপুর উপজেলার ১০ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোকাল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার ভিত্তিতে ২০১৭ সালে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তবায়নের জন্য প্রতিটি বিদ্যালয়ে পৃথক পরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন করা হয়।