শাল্লা প্রতিনিধি:
রাজনীতিতে আলোচিত নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে শাল্লায়। ৫ ফেব্রুয়ারি বুধবার উপজেলা আ’লীগের উদ্যোগে গণপরিষদ মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা অজয় তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। বক্তব্য রাখেন ভাইস অ্যাডঃ দিপু রঞ্জন দাস, আ’লীগের সহ-সভাপতি আব্দুস ছত্তার মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, রান্টুলাল দাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্ট, প্রেসক্লাবের সভাপতি পি.সি পিযুষ, যুবলীগের আহ্বায়ক তকবির হোসেন, যুবলীগের অরিন্দম চৌধুরী অপু, বাহাড়া ইউপির সভাপতি পিযুষ কান্তি দাস, সম্পাদক ফেণী ভুষণ সরকার, আটগাঁও ইউপি সম্পাদক মামুন আল কাওসার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী ও ছাত্রলীগের আলেক মিয়া প্রমুখ। সভার শুরুতেই প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় নেতা কর্মীদের প্রস্তাবে শাল্লা ব্রিজটিকে সুরঞ্জিত সেনগুপ্ত ব্রিজ নামকরণ ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ গঠনের পক্ষে উদ্যোগ নেয়া হয়।
এরপূূর্বে দলীয় আ’লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শাল্লা সদরে একটি শোক র্যালি বের করে। এসময় সমাজের নানা শ্রেণি পেশার মানুষ শোক র্যালিতে অংশ নেয়। উল্লেখ্য, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।