বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজের গৌরবোজ্জ্বল ৭৫ বছর উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের দু’দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে শান্তির প্রতীক পায়রা ওড়িয়ে জাতীয় সঙ্গীতের তালে উৎবের উদ্বোধন করেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ মো. আব্দুর রশিদ। পরে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচ নানা রঙের পোষাকে নিজেদের রাঙ্গিয়ে র্যালিতে অংশ নেয়। ১২টার সময় প্রথম পর্বের আলোচনা শুরু হয়। বেলা ১.২০ মিনিট পর্যন্ত উদ্বোধনী উৎসবের আলোচনাসভা শেষ হয়। এর মুক্তিযুদ্ধে শহিদ সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ছাত্র শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস, শহিদ তালেব আহমদ, শহিদ গিয়াস উদ্দিন ও শহিদ মুহম্মদ আলী আজগরের স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি দেন উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতেই মুক্তিযুদ্ধে শহিদ কলেজের চার ছাত্রকে সম্মাননা ক্রেস্ট ও পরিবারকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।
উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব রুহুল তুহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কার্যকরি আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের প্রাক্তন ছাত্র বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, প্রাক্তন ছাত্র ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, প্রাক্তন ছাত্র, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, প্রাক্তন ছাত্র ব্রিগেডিয়ার হুমায়ূন বখত মুহিত, সাবেক সাংসদ এডভোকেট শামসুন্নাহার রব্বানী শাহানা, অবসরপ্রাপ্ত জেলা জজ প্রাক্তন ছাত্রী জেসমিন সাদিক, প্রাক্তন ছাত্রী জেলা জজ চমন চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, প্রাক্তন ছাত্র শহিদুজ্জামান চৌধুরী, প্রাক্তন ছাত্র সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, প্রাক্তন ছাত্রী ডা. কামীমা আক্তার প্রমুখ।
আলোচনাসভায় প্রাক্তন শিক্ষার্থীরা কলেজের সমস্যা সমাধানসহ কলেজের মানোন্নয়নের দিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান। এই অঞ্চলের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে কলেজের উন্নয়নে সরকারকে আরো উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
আলোচনার ফাকে ফাকেই বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা খুনুসুটিতে মেতে ওঠেন। তারা ক্যাম্পাসের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হন। বিকেল থেকেই প্রাক্তন শিক্ষার্থীরা মঞ্চে নানা অনুষ্ঠান পরিচালনা করেন। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।