স্টাফ রিপোর্টার::
বিশ্ব ভালোবাসা দিবস ১৪ই ফেব্রুয়ারী ২০২০, ঢাকার ২১শে বই মেলায় গ্রন্থ উন্মোচন মঞ্চে বহুল আলোচিত আমেরিকান বাংলাদেশী লেখক জসীম উদ্দিনের “ডানকিন ডানা” উপন্যাসের মোড়ক উন্মোচন করেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপচার্য ডঃ আকতারুজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূইয়া।
মোড়ক উন্মোচন করে ডঃ আখতারুজ্জামান “ডানকিন ডানা” উপন্যাসের প্রশংসা করতে গিয়ে বলেন, লেখক জসীম উদ্দিন আমেরিকান কর্মজীবন সম্পর্কে যেই মেসেজ দিয়েছেন তা অনুকরণীয় এবং সত্যিকার একটি বাস্তব ঘটনাকে লেখার তুলি দিয়ে স্বল্প সময়ে আধা ঘন্টায় ৬৫ পাতার গল্পটি পড়ে শেষ করা যায়। অধ্যাপক নিজামুল হক ভূইয়া বলেন, জসীম উদ্দিন আমেরিকায় শত ব্যস্ততার মাঝে সাহিত্যচর্চা করে যাচ্ছেন তা সত্যি প্রশংসনীয় এবং ইংরেজীতে জসীম উদ্দিনের লেখা উপন্যাস আমাজনে পাওয়া যাচ্ছে তা বাংলাদেশী হিসেবে আমরা গর্বিত। লেখক জসীম উদ্দিন সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, তার লেখা “ডানকিন ডানা” উপন্যাসটি বাংলাদেশ ও আমেরিকান সংস্কৃতির ধারাকে যৌথ ভাবে উপস্থাপন করা হয়েছে। একটি কর্মময় জীবনের গল্প “ডানকিন ডানা”
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী ও গণ্যমান্য ব্যক্তিগণ।