স্টাফ রিপোর্টার::
সিলেট বিভাগের চার জেলার মধ্যে সুনামগঞ্জ বাদে তিন জেলায়ই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জে আ.লীগের সমর্থন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে দুই তৃতিয়াংশ ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
সিলেটে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ.লীগ সমর্থিত প্রার্থী মো. লুৎফুর রহমান, মৌলভী বাজারে আ.লীগ সমর্থিত প্রার্থী মো. আজিজুর রহমান এবং হবিগঞ্জে আওয়ামী লীগ সমির্থিত প্রার্থী ডা. মুশফিকুর রহমান আগেই আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন।