শাল্লা প্রতিনিধি::
শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের দুই নেতার মৃত্যুতে শোকবার্তা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, সংগঠনের সিনিয়র নেতা অধ্যক্ষ রবিউল ইসলামের মৃত্যুতে শাল্লা উপজেলা কমিটির উদ্যোগে এ শোকবার্তা অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শাল্লা উপজেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে শোকবার্তা অনুষ্ঠানে শাল্লা উপজেলা কমিটি সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান রামানন্দ দাস, আজমাম গণি তালুকদার, কৃষকান্ত সরকার, কমিটির সাধারণ জয়ন্ত সেন, সদস্য হান্নান মিয়াসহ অন্যরা সদস্যরা উপস্থিত ছিলেন। এই দুই নেতার মৃত্যুতে শাল্লা উপজেলা কমিটি-এ শোকবার্তার আয়োজন করে। সেখানে তাদের আত্মার শান্ত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।