স্টাফ রিপোর্টার::
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক।
এদিকে দিবসটিকে সামনে রেখে শুক্রবার সকালে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও অমর একশে বইমেলা উদ্ভোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
অন্যদের মধ্যে পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা: মো: শামসউদ্দীন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পিপি এ্যাডভোকেট শাহানা রব্বানী প্রমুখ বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ অতিথিবৃন্দকে নিয়ে বই মেলার উদ্বোধন করেন।